
ধরুন আপনি কাউকে খুব ভালোবাসেন, জীবনে ভীষণভাবে পেতে চান। সে আপনাকে ভালোবাসে, কিন্তু হঠাৎ তার মাঝে পরিবর্তন দেখলেন। সে আগের মতো আপনাকে সময় দেয় না, আপনার সাথে কথা বলে না। আপনি ভাবছেন সে আপনাকে অবহেলা করছে, আপনাকে এড়িয়ে যাচ্ছে। এখানে দুটো দিক লক্ষ্যণীয়। সে কি অন্য কাউকে পেয়ে আপনাকে এড়িয়ে যাচ্ছে, নাকি সে দূরে চলে যাচ্ছে আল্লাহর ভয়ে, হারাম থেকে বাঁচতে।
উভয় অবস্থায় আপনি তাকে ছেড়ে দিন। যদি অন্য কাউকে পেয়ে আপনাকে ভুলে যায়, তবে তো একজন প্রতারক থেকে বেঁচে গেলেন। যদি তাকে জীবন সঙ্গী হিসেবে পাওয়ার পর আপনাকে ছেড়ে চলে যেতো তবে আপনার কি অবস্থাটা হতো একটু ভাবুন তো?
আর একজন আপনাকে ছেড়ে যাচ্ছে আল্লাহর ভয়ে। তাকে ছেড়ে দিন, সুযোগ দিন। সে দ্বীনে ফিরতে চায়। যদি সত্যিই আপনি তাকে ভালোবাসেন, তবে তাকে দ্বীনের পথে চলতে সুযোগ দেওয়াটাই হবে ভালোবাসার উত্তম বহিঃপ্রকাশ। আপনার এই ত্যাগের বিনিময়ে আল্লাহ তায়ালা হয়তো তাকে দিবেন, নয়তো উত্তম কাউকে মিলিয়ে দিবেন। আল্লাহ তায়ালা প্রতিটি সৎ কাজের বিনিময়ে অনেক বেশিই দিয়ে থাকেন।
অথবা আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে এড়িয়ে যাচ্ছে। সে আপনার ভালোবাসা গ্রহণ করছে না। কেন করছে না দেখুন, বুঝুন, ভাবুন। যদি সে আল্লাহর ভয়ে আপনার ভালোবাসা গ্রহণ না করে, তবে তাকে ছাড়ুন। কারণ কার সাথে কার জুরি লেখা আমরা কেউ জানি না। যদি সে আপনার হয়ে থাকে, দূরে থেকেও আপনার হয়ে ফিরে আসবে। আর আপনার না হলে কাছে আসলেও আপনার হবে না। বরং মাঝ থেকে কতগুলো গুনাহ আমল নামায় যুক্ত করবেন। আর ধৈর্য্য ধরলে আল্লাহ তায়ালা উত্তম প্রতিদান দিবেন যা হবে আপনার কল্পনায় থাকা মানুষটা থেকেও অনেক বেশি।
দ্বীনের পথে চলতে, আল্লাহর ভালোবাসা পেতে কাউকে ছেড়ে দিলে আল্লাহ তায়ালা জীবনসঙ্গী হিসেবে পাঠাবেন উত্তম ব্যক্তি। সে শুধু দুনিয়ায় নয়,হবে আখেরাতেও সঙ্গী।
সবার জীবনে উত্তম জীবন সঙ্গী আসুক যে শুধু দুনিয়ায় নয়, আখেরাতেও সঙ্গে থাকুক।
