সে আপনাকে ভালোবাসে, কিন্তু হঠাৎ তার মাঝে পরিবর্তন দেখলেন

ধরুন আপনি কাউকে খুব ভালোবাসেন, জীবনে ভীষণভাবে পেতে চান। সে আপনাকে ভালোবাসে, কিন্তু হঠাৎ তার মাঝে পরিবর্তন দেখলেন। সে আগের মতো আপনাকে সময় দেয় না, আপনার সাথে কথা বলে না। আপনি ভাবছেন সে আপনাকে অবহেলা করছে, আপনাকে এড়িয়ে যাচ্ছে। এখানে দুটো দিক লক্ষ্যণীয়। সে কি অন্য কাউকে পেয়ে আপনাকে এড়িয়ে যাচ্ছে, নাকি সে দূরে চলে যাচ্ছে আল্লাহর ভয়ে, হারাম থেকে বাঁচতে।

উভয় অবস্থায় আপনি তাকে ছেড়ে দিন। যদি অন্য কাউকে পেয়ে আপনাকে ভুলে যায়, তবে তো একজন প্রতারক থেকে বেঁচে গেলেন। যদি তাকে জীবন সঙ্গী হিসেবে পাওয়ার পর আপনাকে ছেড়ে চলে যেতো তবে আপনার কি অবস্থাটা হতো একটু ভাবুন তো?

আর একজন আপনাকে ছেড়ে যাচ্ছে আল্লাহর ভয়ে। তাকে ছেড়ে দিন, সুযোগ দিন। সে দ্বীনে ফিরতে চায়। যদি সত্যিই আপনি তাকে ভালোবাসেন, তবে তাকে দ্বীনের পথে চলতে সুযোগ দেওয়াটাই হবে ভালোবাসার উত্তম বহিঃপ্রকাশ। আপনার এই ত্যাগের বিনিময়ে আল্লাহ তায়ালা হয়তো তাকে দিবেন, নয়তো উত্তম কাউকে মিলিয়ে দিবেন। আল্লাহ তায়ালা প্রতিটি সৎ কাজের বিনিময়ে অনেক বেশিই দিয়ে থাকেন।

অথবা আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে এড়িয়ে যাচ্ছে। সে আপনার ভালোবাসা গ্রহণ করছে না। কেন করছে না দেখুন, বুঝুন, ভাবুন। যদি সে আল্লাহর ভয়ে আপনার ভালোবাসা গ্রহণ না করে, তবে তাকে ছাড়ুন। কারণ কার সাথে কার জুরি লেখা আমরা কেউ জানি না। যদি সে আপনার হয়ে থাকে, দূরে থেকেও আপনার হয়ে ফিরে আসবে। আর আপনার না হলে কাছে আসলেও আপনার হবে না। বরং মাঝ থেকে কতগুলো গুনাহ আমল নামায় যুক্ত করবেন। আর ধৈর্য্য ধরলে আল্লাহ তায়ালা উত্তম প্রতিদান দিবেন যা হবে আপনার কল্পনায় থাকা মানুষটা থেকেও অনেক বেশি।

দ্বীনের পথে চলতে, আল্লাহর ভালোবাসা পেতে কাউকে ছেড়ে দিলে আল্লাহ তায়ালা জীবনসঙ্গী হিসেবে পাঠাবেন উত্তম ব্যক্তি। সে শুধু দুনিয়ায় নয়,হবে আখেরাতেও সঙ্গী।

সবার জীবনে উত্তম জীবন সঙ্গী আসুক যে শুধু দুনিয়ায় নয়, আখেরাতেও সঙ্গে থাকুক।

” তেলবাজি,লেজুরবৃত্তি দূর করা যাবে ট্রিপল ফিল্টার টেস্টের মাধ্যমে যদি ব্যক্তিত্ব দৃঢ় হয় আর কি”

” তেলবাজি,লেজুরবৃত্তি দূর করা যাবে ট্রিপল ফিল্টার টেস্টের মাধ্যমে যদি ব্যক্তিত্ব দৃঢ় হয় আর কি”

একটুমনযোগদিয়ে_পড়বেন…..

একদিন সক্রেটিস এর কাছে তার এক পরিচিত লোক এসে বলল, ‘আপনি কি জানেন আপনার বন্ধু সম্পর্কে আমি কি শুনেছি!’

সক্রেটিস তেমন আগ্রহী না হয়ে বললেন, ‘এক মিনিট থামেন। আমাকে কিছু বলার আগে আপনার ছোট একটা পরীক্ষা পার হতে হবে, এই পরীক্ষার নাম ‘ট্রিপল ফিল্টার টেস্ট’।’

লোকটা অবাক হয়ে প্রশ্ন করল, ট্রিপল ফিল্টার?

সক্রেটিস বললেন, ঠিক তাই। আমার বন্ধু সম্পর্কে আমাকে কিছু বলার আগে আপনি যা বলবেন তা ফিল্টার করে নেওয়া ভালো। তিন ধাপে ফিল্টার হবে বলে আমি এটাকে ট্রিপল ফিল্টার টেস্ট বলি।

প্রথম ফিল্টার হলো ‘সত্য’। আপনি কি নিশ্চিত যে আপনি যা বলবেন তা সত্য?

লোকটা বলল, ‘না, আমি শুধু শুনেছি আর . . ‘

সক্রেটিস বললেন, ‘ঠিক আছে। তাহলে, আপনি জানেন না এটা সত্য কিনা।’

এবার, দ্বিতীয় ফিল্টার। এই ফিল্টারের নাম হল ‘ভালোত্ব’। আমার বন্ধু সম্পর্কে আপনি কি ভালো কিছু বলবেন?

লোকটা একটু আমতা আমতা করে বলল, ‘না, বরং উল্টা . . ‘

সক্রেটিস বললেন, ‘তার মানে আপনি আমার বন্ধু সম্পর্কে খারাপ কিছু বলবেন এবং আপনি নিশ্চিতও না যে তা সত্য কিনা।
আপনি হয়ত এখনো পরীক্ষাটা পার হতে পারেন, কারণ তিন নাম্বার ফিল্টার বাকি আছে। এটা হল ‘উপকারিতা’ ফিল্টার। আপনি আমার বন্ধু সম্পর্কে যা বলবেন তা কি আমার কোনো উপকারে লাগবে?’

লোকটি বলল, ‘না, সেরকম না।’

সক্রেটিস তখন শান্তভাবে বললেন, ‘বেশ, আপনি যা বলতে চান তা সত্য না, ভালো কিছুও না, আবার আমার কোনো উপকারেও আসবে না। তাহলে কেনই বা আমাকে তা বলবেন?’

লোকটি কিছুক্ষন নিশ্চুপ থেকে মাথা নিচু করে চলে গেল।

পরিবার, সমাজ এবং রাজনীতি….. প্রত্যেক ক্ষেত্রে এই পরীক্ষা হওয়া উচিৎ।
তাহলে কোন কারন ছাড়া সামান্য অন্তরজ্বালা থেকে কোন চুতিয়ার চুতিয়াগিরি সফল হবেনা।

©সংগৃহীত

বিয়ের জন্য পাত্রী কেমনহওয়া চাই!

ঢাকার ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়া ইসলামিয়া যাত্রাবাড়ী মাদরাসার

শ্রদ্ধেয় নায়বে মুহতামিম হযরত মাওলানা আনোয়ার হুসাইন সাহেব (শায়খে সানি যাত্রাবাড়ী), যাত্রাবাড়ী মাদরাসার তাকমীল জামাতের দরসে ‘কিতাবুন নিকাহ’ আলোচনায় তিনি বিয়ের জন্য পাত্রী নির্বাচনের ক্ষেত্রে, পাত্রী কেমন ও তার মধ্যে কি ধরনের গুণাবলী থাকতে হয় এবিষয়ে হাদিস ও গবেষকদের লেখনী থেকে তার সারাংশ তুলে ধরেন। তিনি বলেন-

✪➤পাত্রীর চারটি জিনিস কালো হতে হবে
(১) চুল।
(২) ভ্রু।
(৩) পালক।
(৪) চোখের মনি ।

✪➤চারটি জিনিস সাদা হতে হবেঃ
(১) দাঁত।
(২) চোখ।
(৩) শরীর।
(৪) পায়ের নলা ।

✪➤চারটি জিনিস লাল হতে হবেঃ
(১) জিহ্বা।
(২) ঠোট।
(৩) দাঁতের মাড়ি।
(৪) গাল ।

✪➤চারটি জিনিস গোল হতে হবেঃ
(১) চেহারা।
(২) মাথা।
(৩) হাতের বাজু।
(৪) গোড়ালি।

✪➤চারটি জিনিস লম্বা হতে হবেঃ
(১) শরীর।
(২) অঙ্গ।
(৩) ঘাড়।
(৪) চুল।

✪➤চারটি জিনিস ছোট হতে হবেঃ
(১) পায়ের পাতা
(২) মুখ।
(৩) হাতলি।
(৪) বক্ষোজ ।

✪➤চারটি জিনিস বড় হতে হবেঃ
(১) কমর।
(২) রান।
(৩) পা।
(৪) হাঁটু।

✪➤চারটি জিনিস প্রশস্ত হতে হবেঃ
(১) কপাল।
(২) সিনা।
(৩) চোখ।
(৪) দেহের রান।

✪➤চারটি জিনিস পবিত্র হতে হবেঃ
(১) নজর।
(২) পেট।
(৩) জবান।
(৪) হাত তথা আমানত।

✪➤স্বামীর থেকে চারটি জিনিস বেশী থাকতে হবেঃ
(১) সৌন্দর্য।
(২) তাকওয়া।
(৩) সবর।
(৪) ইছার তথা কষ্ট সহ্য করার ক্ষমতা।

✪➤স্বামীর থেকে চারটি জিনিস কম থাকতে হবেঃ
(১) বয়স।
(২) সম্পদ।
(৩) ইলম।
(৪) ফখর তথা গর্ব ।

✪➤চারটি জিনিস নরম হতে হবেঃ
(১) মন।
(২) দেহ।
(৩) তবিয়ত।
(৪) সন্তানের প্রতি রহমশীল।

✪➤চার বিষয়ে কঠোর হতে হবেঃ
(১) দ্বীনদারি।
(২) পবিত্রতা।
(৩) আমানত।
(৪) পর্দা।

আর মুজাদ্দাদে মিল্লাত হাকিমুল উম্মাত হযরত আশরাফ আলী থানবী (রহ:) বলেন , আখলাকের সৌন্দর্যই হলো আসল সৌন্দর্য তাই বাহ্যিক সৌন্দর্যের প্রতি লক্ষ না করে আখলাকের সৌন্দর্যের প্রতি গুরুত্বারোপ করা অধিক জরুরি । আর তা হলো-

⇨স্ত্রীর মধ্যে ভালো চারটি গুণ থাকতে হবেঃ
১। স্বামীর অনুগত হতে হবে
২। স্ত্রীর চেহারার দিকে তাকালে স্বামীর আনন্দ লাগে।
৩। স্বামী যদি কোনো কসম করে তবে তাকে স্ত্রী তা হতে মুক্ত করে।
৪। স্বামী বাহিরে থাকলে স্ত্রী তার সতিত্ব ঠিক রাখে।

পক্ষান্তরে, মেয়েদের মারাত্মক ও মন্দ গুণ চারটি যে গুলো থেকে তাদের বেচে থাকা আবশ্যক।
১। বে-পর্দায় থাকা
২। সাজসজ্জা করে রাস্তায় বের হওয়া।
৩। অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হওয়া।
৪। এবং অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করা।

উক্ত গুণাবলী বিশিষ্ট রমণী পেতে চাইলে অবশ্যই নিজেকে পবিত্র রাখতে হবে।

শ্রদ্ধেয় উস্তাদ হযরত মাওলানা আনোয়ার হুসাইন সাহেব এই আলোচর পর বলেন, উক্ত গুণা বলীর সব একজনের মধ্যে না পাওয়ার সম্ভাবনাই বেশি, তাই অধিকাংশ গুণ দেখেই পাত্রী নির্বাচন করা আবশ্যক।
©

Winter Menu

This winter season come and join us for hearty soups and stews, cheesy gratins and casseroles. These delicious items can be found on our seasonal menu, with specials changing weekly.

Our best crêpes recipe

Everyone loves crêpes and they are really easy to make. All you need is flour, eggs, milk and our tried and tested recipe. Thin and delicate, can be served with fresh fruit and chocolate or a savoury filling. If you try the recipe, please let us know what you think in the comments!